চক্ষে আমার তৃষ্ণা

চক্ষে আমার তৃষ্ণা
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে
চক্ষে আমার তৃষ্ণা
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন।।
সন্তাপে প্রাণ যায় যে পুড়ে
চক্ষে আমার তৃষ্ণা।

ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায়
মনকে সুদূর শূন্যে ধাওয়ায়
অবগুন্ঠন যায় যে উড়ে
চক্ষে আমার তৃষ্ণা।

যে ফুল কানন করত আলো
কালো হয়ে সে শুকালো।।
ঝরনারে কে দিল বাধা–
নিষ্ঠুর পাষাণে বাঁধা
দু:খের শিখরচূড়ে
চক্ষে আমার তৃষ্ণা
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে
চক্ষে আমার তৃষ্ণা।
-------------------------------------
ডাউনলোড লিংক
শুনুন

0 মন্তব্য(সমূহ):

Post a Comment