স্বদেশ প্রীতিতে রবীন্দ্রনাথ

  বাংলার মাটি,বাংলার জল,   বাংলার বায়ু,বাংলার ফল--
পুণ্য হউক,পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান ।।
বাংলার ঘর,বাংলার হাট, বাংলার বন,বাংলার মাঠ--
পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান ।।
বাঙালির পণ,
বাঙালির আশা, বাঙালির কাজ,বাঙালির ভাষা--
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান ।।
বাঙালির প্রাণ,বাঙালির মন, বাঙালিরঘরে, যত ভাই বোন--
এক হউক,
এক হউক, এক হউক হে ভগবান ।।

প্রেমের সংগীতে রবীন্দ্রনাথ

কাহার গলায় পরাবি গানের রতনহার
তাই কি বীণায় লাগালি যতনে নতুন তার।।
কানন পরেছে শ্যামল দুকূল, আমের শাখাতে নতুন মুকুল,
নবীনের মায়া করিল আকুল হিয়া তোমার।।
যে কথা তোমার কোনদিন আর হয় নি বলা
নাহি জানি কারে তাই বলিবারে করে উতলা
দখিনপবনে বিহবলা ধরা কাকলিকূজনে হয়েছে মুখরা,
আজি নিখিলের বাণীমন্দিরে খুলেছে দ্বার।।

রবীন্দ্রনাথ গানের আর প্রাণের সুরের গুরু

রবী ঠাকুর সকল সময়ের,সকল কালের সুরের জাদুকর
মনের বীণার সুর বাজিয়ে তুলেন