তবু মনে রেখো

তবু মনে রেখো ।।
যদি দূরে যাই চলে
তবু মনে রেখো
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে
মনে রেখো
যদি থাকি কাছাকাছি,
দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি–
তবু মনে রেখো
যদি জল আসে আঁখিপাতে ।।
এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে
তবু মনে রেখো
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে–
মনে রেখো
যদি পড়িয়া মনে
ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে–
তবু মনে রেখো
মনে রেখো
তবু মনে রেখো।
------------------------------------
ডাউনলোড লিংক
শুনুন

চক্ষে আমার তৃষ্ণা

চক্ষে আমার তৃষ্ণা
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে
চক্ষে আমার তৃষ্ণা
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন।।
সন্তাপে প্রাণ যায় যে পুড়ে
চক্ষে আমার তৃষ্ণা।

ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায়
মনকে সুদূর শূন্যে ধাওয়ায়
অবগুন্ঠন যায় যে উড়ে
চক্ষে আমার তৃষ্ণা।

যে ফুল কানন করত আলো
কালো হয়ে সে শুকালো।।
ঝরনারে কে দিল বাধা–
নিষ্ঠুর পাষাণে বাঁধা
দু:খের শিখরচূড়ে
চক্ষে আমার তৃষ্ণা
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে
চক্ষে আমার তৃষ্ণা।
-------------------------------------
ডাউনলোড লিংক
শুনুন