তোমরা যা বল তাই বলো


তোমরা যা বল তাই বলো ।।
আমার লাগে না মনে
যা বল তাই বলো,
আমার যায় বেলা
বয়ে যায় বেলা ।।
কেমন বিনা কারণে
তোমরা যা বল তাই বলো ।।



এই পাগল হাওয়া
কী গান গাওয়া
পাগল হাওয়া
কী গান গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল
আজি সুনীল গগনে
তোমরা যা বল তাই বলো ।।

সে গান আমার
লাগল যে গো লাগল মনে
আমি কিসের মধু
খুঁজে বেড়াই ভ্রমরগুঞ্জনে ।।
ওই আকাশ-ছাওয়া
কাহার চাওয়া
আকাশ-ছাওয়া
কাহার চাওয়া
এমন করে লাগে
আজি আমার নয়নে
তোমরা যা বল তাই বলো ।।
আমার লাগে না মনে
যা বল তাই বলো।
--------------------------------------------
ডাউনলোড লিংক
শুনুন

অনেক কথা যাও যে ব'লি



অনেক কথা যাও যে ব'লি কোনো কথা না বলি
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি
অনেক কথা যাও যে ব'লি কোনো কথা না বলি
যে আছে মম গভীর প্রাণে, ভেদিবে তারে হাসির বাণে,
চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী।
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি
অনেক কথা যাও যে ব'লি কোনো কথা না বলি

আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে
তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে।
তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে
নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি
অনেক কথা যাও যে ব'লি কোনো কথা না বলি
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি
অনেক কথা যাও যে ব'লি কোনো কথা না বলি।
--------------------------------------------
ডাউনলোড লিংক
শুনুন

কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া

কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমারো চরণে দিব হৃদয় খুলিয়া
কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া।

চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে,সখা,কত ভালোবাসি।

চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে,সখা,কত ভালোবাসি
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা
কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া।

ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূঁজিব একাকী।

ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূঁজিব একাকী
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়
আপনি আজিকে যবে শুধাইছ আসি ।।
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি
কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমারো চরণে দিব হৃদয় খুলিয়া
কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া-।
--------------------------------------------
ডাউনলোড লিংক
শুনুন

পুরানো সেই দিনের কথা

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা,প্রাণের কথা,সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা,প্রাণের কথা,সে কি ভোলা যায়
আয় আর-একটিবার আয় রে সখা,প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব,প্রাণ জুড়াবে তায়

মোরা ভোরের বেলা ফুল তুলেছি,দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
মোরা ভোরের বেলা ফুল তুলেছি,দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
হায় মাঝে হল ছাড়াছাড়ি,গেলেম কে কোথায়
আবার দেখা যদি হল,সখা,প্রাণের মাঝে আয়
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা,প্রাণের কথা,সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা,প্রাণের কথা,সে কি ভোলা যায়
------------------------------------------
ডাউনলোড লিংক
http://www.esnips.com/doc/13afcc0f-9963-4317-9518-71ed18df49b3/Purano-sei-diner-katha

তবু মনে রেখো

তবু মনে রেখো ।।
যদি দূরে যাই চলে
তবু মনে রেখো
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে
মনে রেখো
যদি থাকি কাছাকাছি,
দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি–
তবু মনে রেখো
যদি জল আসে আঁখিপাতে ।।
এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে
তবু মনে রেখো
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে–
মনে রেখো
যদি পড়িয়া মনে
ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে–
তবু মনে রেখো
মনে রেখো
তবু মনে রেখো।
------------------------------------
ডাউনলোড লিংক
শুনুন

চক্ষে আমার তৃষ্ণা

চক্ষে আমার তৃষ্ণা
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে
চক্ষে আমার তৃষ্ণা
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন।।
সন্তাপে প্রাণ যায় যে পুড়ে
চক্ষে আমার তৃষ্ণা।

ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায়
মনকে সুদূর শূন্যে ধাওয়ায়
অবগুন্ঠন যায় যে উড়ে
চক্ষে আমার তৃষ্ণা।

যে ফুল কানন করত আলো
কালো হয়ে সে শুকালো।।
ঝরনারে কে দিল বাধা–
নিষ্ঠুর পাষাণে বাঁধা
দু:খের শিখরচূড়ে
চক্ষে আমার তৃষ্ণা
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে
চক্ষে আমার তৃষ্ণা।
-------------------------------------
ডাউনলোড লিংক
শুনুন