শীতের হাওয়ার লাগল নাচন ,লাগল নাচন

শীতের হাওয়ার লাগল নাচন ,লাগল নাচন আমলকির এই ডালে ডালে ।।
পাতাগুলি
শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে
শীতের
হাওয়ার লাগল নাচন ,লাগল নাচন আমলকির এই ডালে ডালে

উড়িয়ে
দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে ।।
তখন
তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে ।।
শীতের
হাওয়ার লাগল নাচন ,লাগল নাচন আমলকির এই ডালে ডালে

শূন্য
করে ভরে দেওয়া যাহার খেলা
তারি
লাগি রইনু বসে সকল বেলা তারি লাগি ।।
শীতের
পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে ।।
সব
খোওয়াবার সময় আমার হবে কখন কোন সকালে ।।
শীতের
হাওয়ার লাগল নাচন ,লাগল নাচন আমলকির এই ডালে ডালে ।।

পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে
শীতের
হাওয়ার লাগল নাচন ,লাগল নাচন আমলকির এই ডালে ডালে ।।
----------------------------------------------------

ডাউনলোড লিংক

আকাশ আমায় ভরলো আলোয় , আকাশ আমি ভরবো গানে

আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবীর হানবো হাওয়ায়
নাচের আবীর হাওয়ায় হানে।।
আকাশ আমায় ভরলো আলোয়

ওরে পলাশ, ওরে পলাশ
রাঙা রঙের শিখায় শিখায়
দিকে দিকে আগুন জ্বলাস ।।

আমার মনের রাগ রাগিনী
রাঙা হলো রঙিন তানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে

দখিন হাওয়ায় কুসুম বনের বুকের
কাঁপন থামে না যে
নীল আকাশে সোনার আলোয়
কচি পাতার নূপুর বাজে।।

ওরে শিরীষ, ওরে শিরীষ
মৃদু হাসির অন্তরালে
গন্ধজালে শূন্য ঘিরিস
তোমার গন্ধ আমার কণ্ঠে
আমার হৃদয় টেনে আনে

আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবীর হানবো হাওয়ায়
নাচের আবীর হাওয়ায় হানে
আকাশ আমায় ভরলো আলোয়

----------
এই গানটি শুনতে এখানে ক্লিক করুন

চিত্ত পিপাসীতরে ,গীত সুধার তরে

চিত্ত পিপাসীতরে ,গীত সুধার তরে
চিত্ত পিপাসীতরে ।
তাপিত শুষ্কলতা বর্ষণ ও যাচে যথা ।।
কাতরও অন্তর মোর ও লুন্ঠিত ঢুলি পরে ,গীত সুধারও তরে
চিত্ত পিপাসীতরে
আজি বসন্ত নিশা,আজি অনন্ত তৃষা ।।
আজি এ জাগ্রত প্রাণ,তৃষিত চকর সমান
গীত সুধার তরে
চন্দ্র অতন্দ্র নভে,জাগিছে সুপ্ত ভবে ।।
অন্তরও বাহিরও আজি
কাঁদে উদাসও স্বরে ,গীত সুধার তরে
চিত্ত পিপাসীতরে ,গীত সুধার তরে
চিত্ত পিপাসীতরে ...।

আজ নাহি নাহি নিদ্রা আঁখি পাতে

আজ নাহি নাহি নিদ্রা আঁখি পাতে,
আজ নাহি নাহি নিদ্রা আঁখি পাতে,
তোমারো ভবন তলে হেরি প্রদীপ জ্বলে,
তোমারো ভবন তলে হেরি প্রদীপ জ্বলে,
দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড় হাতে,
নাহি নাহি নিদ্রা আঁখি পাতে,
আজ নাহি নাহি নিদ্রা আঁখি পাতে,
ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে
রজনী মূর্ছাগত বিদ্যুত ভাতে,
ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে
রজনী মূর্ছাগত বিদ্যুত ভাতে,
দ্বার খোলো হে,দ্বার খোলো
দ্বার খোলো হে,দ্বার খোলো
প্রভু কর দয়া, দেহ দেখা দুখ রাতে
নাহি নাহি নিদ্রা আঁখি পাতে,
আজ নাহি নাহি নিদ্রা আঁখি পাতে।।
ডাউনলোড করুন

গা সখী,গাইলী যদি,আবার সে গান

গা সখী,গাইলী যদি,আবার সে গান ।
কতদিন শুনি নাই ও পুরনো তান ।।
কখনো কখনো যবে নীরব নিশীথে
একেলা রয়েছি বসি চিন্তামগ্ন চিতে --
চমকি উঠিত প্রাণ--কে যেন গায় সে গান,
দুই-একটি কথা তার পেতেছি শুনিতে ।
হা হা সখী,সে দিনের সব কথাগুলি
প্রাণের ভিতরে যেন উঠিছে আকুলি ।
যেদিন মরিব,সখী,গাস্ ওই গান--
শুনিতে শুনিতে যেন যায় এই প্রাণ ।।

স্বপন-বপণ

আমি কেবলই স্বপন ও করেছি বপণ
বাতাসে আমি
তাই আকাশ কুসুম করিনু চয়ণ
হতাশে আমি
আমি কেবলই স্বপন ও করেছি বপণ
বাতাসে আমি
ছায়ার ও মতন মিলায়ো ধরণী
কূল নাহি পায় আশারো তরণী
মানস প্রতিমা ভাসিয়া বেড়ায়
আকাশে আকাশে আমি
আমি কেবলই স্বপন ও করেছি বপণ
বাতাসে আমি
কিছু বাধা পড়িলো না
শুধুই বাসনা-বাধনে
কেহ নাহি দিল ধরা
কেবলই সুদূর -সাধনে
আপনারো মনে বসিয়া একেলা অনল শিখায়
কি করিনু খেলা
দিন শেষে দেখি ছাই হল সব
হুতাশে হুতাশে
আমি কেবলই স্বপন ও করেছি বপণ
বাতাসে আমি
তাই আকাশ কুসুম করিনু চয়ণ
হতাশে আমি
আমি কেবলই স্বপন ও করেছি বপণ
বাতাসে আমি