চিত্ত পিপাসীতরে ,গীত সুধার তরে

চিত্ত পিপাসীতরে ,গীত সুধার তরে
চিত্ত পিপাসীতরে ।
তাপিত শুষ্কলতা বর্ষণ ও যাচে যথা ।।
কাতরও অন্তর মোর ও লুন্ঠিত ঢুলি পরে ,গীত সুধারও তরে
চিত্ত পিপাসীতরে
আজি বসন্ত নিশা,আজি অনন্ত তৃষা ।।
আজি এ জাগ্রত প্রাণ,তৃষিত চকর সমান
গীত সুধার তরে
চন্দ্র অতন্দ্র নভে,জাগিছে সুপ্ত ভবে ।।
অন্তরও বাহিরও আজি
কাঁদে উদাসও স্বরে ,গীত সুধার তরে
চিত্ত পিপাসীতরে ,গীত সুধার তরে
চিত্ত পিপাসীতরে ...।