স্বপন-বপণ

আমি কেবলই স্বপন ও করেছি বপণ
বাতাসে আমি
তাই আকাশ কুসুম করিনু চয়ণ
হতাশে আমি
আমি কেবলই স্বপন ও করেছি বপণ
বাতাসে আমি
ছায়ার ও মতন মিলায়ো ধরণী
কূল নাহি পায় আশারো তরণী
মানস প্রতিমা ভাসিয়া বেড়ায়
আকাশে আকাশে আমি
আমি কেবলই স্বপন ও করেছি বপণ
বাতাসে আমি
কিছু বাধা পড়িলো না
শুধুই বাসনা-বাধনে
কেহ নাহি দিল ধরা
কেবলই সুদূর -সাধনে
আপনারো মনে বসিয়া একেলা অনল শিখায়
কি করিনু খেলা
দিন শেষে দেখি ছাই হল সব
হুতাশে হুতাশে
আমি কেবলই স্বপন ও করেছি বপণ
বাতাসে আমি
তাই আকাশ কুসুম করিনু চয়ণ
হতাশে আমি
আমি কেবলই স্বপন ও করেছি বপণ
বাতাসে আমি

0 মন্তব্য(সমূহ):

Post a Comment