তোমরা যা বল তাই বলো


তোমরা যা বল তাই বলো ।।
আমার লাগে না মনে
যা বল তাই বলো,
আমার যায় বেলা
বয়ে যায় বেলা ।।
কেমন বিনা কারণে
তোমরা যা বল তাই বলো ।।



এই পাগল হাওয়া
কী গান গাওয়া
পাগল হাওয়া
কী গান গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল
আজি সুনীল গগনে
তোমরা যা বল তাই বলো ।।

সে গান আমার
লাগল যে গো লাগল মনে
আমি কিসের মধু
খুঁজে বেড়াই ভ্রমরগুঞ্জনে ।।
ওই আকাশ-ছাওয়া
কাহার চাওয়া
আকাশ-ছাওয়া
কাহার চাওয়া
এমন করে লাগে
আজি আমার নয়নে
তোমরা যা বল তাই বলো ।।
আমার লাগে না মনে
যা বল তাই বলো।
--------------------------------------------
ডাউনলোড লিংক
শুনুন

অনেক কথা যাও যে ব'লি



অনেক কথা যাও যে ব'লি কোনো কথা না বলি
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি
অনেক কথা যাও যে ব'লি কোনো কথা না বলি
যে আছে মম গভীর প্রাণে, ভেদিবে তারে হাসির বাণে,
চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী।
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি
অনেক কথা যাও যে ব'লি কোনো কথা না বলি

আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে
তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে।
তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে
নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি
অনেক কথা যাও যে ব'লি কোনো কথা না বলি
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি
অনেক কথা যাও যে ব'লি কোনো কথা না বলি।
--------------------------------------------
ডাউনলোড লিংক
শুনুন